• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

কেটে যাচ্ছে শৈত্যপ্রবাহ, বাড়বে তাপমাত্রা


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২৫, ২০২৪, ০১:৫৯ পিএম
কেটে যাচ্ছে শৈত্যপ্রবাহ, বাড়বে তাপমাত্রা

ঢাকা : সারাদেশেই তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে বর্তমানে দেশের রংপুর বিভাগের পুরো অঞ্চলে বইছে মৃদু মাত্রার শৈত্যপ্রবাহ। এই বিভাগ ছাড়া দেশের অন্যন্য অঞ্চলে দিনের তাপমাত্রা বাড়বে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রের্কড করা হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়াতে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

রাজশাহী বিভাগের শৈত্য প্রবাহ পরিস্থিতি উন্নতি হয়েছে। বর্তমানে এই বিভাগের শুধুমাত্র নওগার বদলগাছিতে বইছে শৈত্য প্রবাহ। এই অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে।

আজ ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও চুয়াডাঙ্গায় ১০ দশমিক ৩, যশোরে ১১ দশমিক ৮, কুষ্টিয়ায় ১২ দশমিক ৬ তাপমাত্রা রেকর্ড করা হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!