• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

কালবৈশাখী ঝড় নিয়ে দুঃসংবাদ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২৪, ০১:১১ পিএম
কালবৈশাখী ঝড় নিয়ে দুঃসংবাদ

ঢাকা : চলতি মাসের শেষ পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর সঙ্গে কালবৈশাখী হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, এপ্রিল শুরু হওয়া পর্যন্ত তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকবে। তবে এপ্রিলের শুরুর দিক থেকে তাপপ্রবাহ হতে পারে।

রোববার (২৪ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে জানানো হয়, সোমবার (২৫ মার্চ) রবিবারের চেয়ে কম বৃষ্টি হতে পারে। ঢাকায় বিকেলের দিকে বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল মঙ্গলবার (২৬ মার্চ) বৃষ্টির প্রবণতা বাড়তে পারে। এমন অবস্থা দুইদিন থাকতে পারে। এরপর বৃষ্টি খানিকটা কমতে পারে। তবে চলতি মাসের শেষ পর্যন্ত তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই।

এদিকে এ মাসে তাপপ্রবাহের সম্ভাবনা কম থাকলেও আগামী এপ্রিল মাসের শুরুর দিকে তাপপ্রবাহ হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ।

তিনি বলেন, এপ্রিলের শুরুর দিকে তাপপ্রবাহ হতে পারে। তবে তা তীব্র না-ও হতে পারে।

এমটিআই

Wordbridge School
Link copied!