• ঢাকা
  • বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

বৃষ্টি কবে কমবে, জানালো আবহাওয়া অফিস


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১৪, ২০২৪, ০৮:৫০ পিএম
বৃষ্টি কবে কমবে, জানালো আবহাওয়া অফিস

ঢাকা: দেশের চট্টগ্রাম অঞ্চল ও উপকূলে গত ৩ দিন ধরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) থেকে নিম্নচাপের ফলে সারাদেশে বৃষ্টিপাত আরও বাড়ে। শনিবারও (১৪ সেপ্টেম্বর) গভীর নিম্নচাপের ফলে ঢাকাসহ সারাদেশে বৃষ্টি অব্যাহত রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে থেকে বৃষ্টিপাত কমে যেতে পারে।

শনিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, রোববার দুপুর থেকে চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টি কমে যেতে পারে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। 

তবে ঢাকায় শনিবার রাত ও রোববার সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় কখনো হালকা কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, শনিবার সারাদিন ঢাকায় ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কক্সবাজারে ৬৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

জানা গেছে, টানা ৩ দিন ভারী বৃষ্টিতে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। কক্সবাজারে কয়েক হাজার মানুষ পানিবন্দী ও পর্যটকরা আটকা পড়েছেন।
  
এআর

Wordbridge School
Link copied!