কুমিল্লা: Turn the pollution into solution- এই প্রতিপাদ্যে কুমিল্লায় পরিবেশ রক্ষা, বায়ু দূষণ প্রতিরোধে জনসচেতনতা বিষয়ক মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের উদ্যোগে ইয়ুথ চেঞ্জ সোসাইটি, ভলান্টিয়ার ফর বাংলাদেশের সহযোগিতায় কুমিল্লা মহাসড়ক ও কোটবাড়ি এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়ক মোহাম্মদ আল আমিন, কুমিল্লা ক্যামব্রিয়ান কলেজের অধ্যক্ষ মো. আমিনুর রহমান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ ও ইয়ুথ চেঞ্জ সোসাইটি কুমিল্লা প্রতিনিধি তাহসীন, জেরিন সহ অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব বাংলাদেশে বেড়েই চলছে। পরিবেশ দূষণ বৃদ্ধির ফলে ওজন স্তর ধ্বংস হয় যাচ্ছে। তাই কুমিল্লা মহাসড়ক ময়লার ভাগাড় মুক্ত করতে আমাদের আজকের জলবায়ু আন্দোলন। এ আন্দোলন চলমান থাকবে বলেন তারা।
মানববন্ধনে কুমিল্লার বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসএস