• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আসছে শৈত্যপ্রবাহ, লঘুচাপ নিয়ে যা বলল আবহাওয়া অফিস


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২২, ২০২৪, ০২:৩২ পিএম
আসছে শৈত্যপ্রবাহ, লঘুচাপ নিয়ে যা বলল আবহাওয়া অফিস

ঢাকা: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে। তাপমাত্রা আরও একটু কমতে পারে বলেই মনে করছেন আবহাওয়াবিদেরা। 

আবার দক্ষিণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। এর ফলে অবশ্য বাংলাদেশের উপকূলে বড় ধরনের প্রভাব না-ও পড়তে পারে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্র।

লঘুচাপের কিছুটা প্রভাব যদি বাংলাদেশ প্রান্তে দেখা যায়, তাতে কি তাপমাত্রা আরও কমে যাবে বা এতে শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে-এ প্রশ্নের জবাবে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক শুক্রবার (২২ নভেম্বর) বলেন, সাধারণত নভেম্বর মাসে শৈত্যপ্রবাহের নজির নেই। 

তবে তাপমাত্রা ইতিমধ্যে ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। এটা আরেকটু কমতে পারে। কিন্তু এ মাসের বাকি দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা নেই বললেই চলে।

সর্বনিম্ন তাপমাত্রা যদি ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তখন তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। আর যদি তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ। 

তীব্র শৈত্যপ্রবাহ হয় তখনই, যখন তাপমাত্রা থাকে ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, এবার শীতের তীব্রতা খানিকটা বেশি হতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীর তাপমাত্রা ১৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অফিস জানাচ্ছে, আগামীকাল শনিবারের মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে।

এআর

Wordbridge School
Link copied!