• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০

এক পশলা বৃষ্টিতে ভিজল রাজধানী


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৩০, ২০২৪, ০৬:১৮ পিএম
এক পশলা বৃষ্টিতে ভিজল রাজধানী

ঢাকা: নভেম্বরের শেষ দিনে এক পশলা বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা। কোথাও ছিটেফোঁটা আবার কোথাও বেশ ভালো বৃষ্টি হয়েছে। শনিবার (৩০ মে) সন্ধ্যায় ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়।

রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, কারওয়ান বাজার, কমলাপুর, উত্তরা, আগারগাঁও, গুলশান, বনানী, নিকেতন, নাখালপাড়াসহ আরো বেশ কিছু এলাকায় বৃষ্টির খবর পাওয়া গেছে।

এদিকে আগামী আট দিন রাতের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া আগামী ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও সংস্থাটি জানিয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় আজ শনিবার হালকা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, আগামীকাল রোববার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আইএ

Wordbridge School
Link copied!