• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

ফের আসছে শৈত্যপ্রবাহ, সঙ্গে বৃষ্টিও


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০২৫, ০১:০৮ পিএম
ফের আসছে শৈত্যপ্রবাহ, সঙ্গে বৃষ্টিও

ঢাকা : টানা দুই দিন ধরে কুয়াশায় আচ্ছন্ন রাজধানী ঢাকায় গত শনিবার সূর্যের আলোর দেখা মেলে। বাতাসের গতিও আগের দিনের চেয়ে তুলনামূলক কমায় শীতের অনুভূতিও কমেছে। শুধু ঢাকাতেই নয়, দেশের অন্য জেলাতেও সকাল থেকে কুয়াশা কমতে শুরু করেছে।

তবে তাতে খুব বেশি স্বস্তি পাওয়ার কিছু নেই; কারণ দুই-তিন দিনের মধ্যেই ফের একটি শৈত্যপ্রবাহ আসতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, ৯ জানুয়ারি থেকে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। শৈত্যপ্রবাহ শুরুর আগে আগামী মঙ্গল ও বুধবার দেশের উত্তরাঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরপরই আবার তাপমাত্রা কমতে পারে। তখন দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে। রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নেমে আসতে পারে।

এ বিষয়ে আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ৭ ও ৮ জানুয়ারি (মঙ্গলবার ও বুধবার) দেশের উত্তরে হালকা বৃষ্টি হতে পারে। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বা এরপর আবার টানা কিছুদিন তাপমাত্রা কমতে পারে। তখন দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহও বয়ে যেতে পারে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার দেশের ১৩ জেলার ওপর দিয়ে বয়ে যায় শৈত্যপ্রবাহ। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার এখানেই দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, জানুয়ারি মাসে দেশের পশ্চিম, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে দুয়েকটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। দেশের অন্যত্র দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এমটিআই

Wordbridge School
Link copied!