• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

শিশুর কানে দীর্ঘক্ষণ হেডফোন? শ্রবণ ক্ষমতা হারাতে পারে


ফিচার ডেস্ক নভেম্বর ৪, ২০২৪, ০২:২৫ পিএম
শিশুর কানে দীর্ঘক্ষণ হেডফোন? শ্রবণ ক্ষমতা হারাতে পারে

ঢাকা: আপনার সন্তান কি দীর্ঘক্ষণ হেডফোন ব্যবহার করছে? সাবধান ভয়ঙ্কর বিপদে পরতে যাচ্ছেন আপনি। শ্রবণ ক্ষমতা চিরতরে হারিয়ে ফেলতে পারে আপনার সন্তান। সতর্ক থাকুন এবং দীর্ঘক্ষণ বাচ্চাকে ইয়ারফোন ব্যবহার করা থেকে বিরত রাখুন।

যান্ত্রিকতার এই যুগে চারদেয়ালের ভিতরে আটকে থাকা মানুষের একমাত্র বিনোদনের মাধ্যম স্মার্টফোন।তাই শিশুর বায়না থামাতে অনেকটা বাধ্য হয়ে মা-বাবাই শিশুর হাতে মোবাইল ধরিয়ে দিচ্ছেন, অথবা ইয়ারফোনে গান শোনাচ্ছেন। আর এই অভ্যাসের কারনেই ছোট থেকেই শ্রবণশক্তির সমস্যায় ভুগছে অনেক শিশুই। কানে কম শোনা বা বধির হয়ে যাওয়ার উদাহরণও বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, হেডফোন ও ইয়ারবাডস ব্যবহার, শিশুদের শ্রবণ সমস্যা বাড়িয়ে তুলবে। কম বয়সে অত্যাধিক ইয়ারফোন অথবা হেডফোন ব্যবহারের কারণে, শিশুদের শ্রবণ যন্ত্রের পরিপক্কতা ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা ব্যাপক। 

দীর্ঘদিন ধরে হেডফোন ব্যবহার করায় এর ক্ষতিকর প্রভাব শিশুদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।হেডফোনগুলি প্রায়ই উচ্চ ভলিউম তৈরি করতে পারে যা শ্রবণশক্তি হ্রাসের ঝুঁকি বাড়ায়।কিছু শিশু বিনোদনের জন্য হেডফোনের উপর অত্যধিক নির্ভরশীল হতে পারে, যা তাদের অন্যান্য ক্রিয়াকলাপে নিযুক্ত হওয়ার বা সমবয়সীদের সাথে যোগাযোগ করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে।

সংক্ষেপে, হেডফোনগুলি বিনোদন এবং শিক্ষার জন্য একটি সুবিধাজনক হাতিয়ার হতে পারে, তবে শ্রবণ স্বাস্থ্য এবং সামগ্রিক বিকাশের সম্ভাব্য ঝুঁকিগুলি কমাতে শিশুদের সাথে সাবধানতার সাথে ব্যবহার করা উচিত।

শিশুরা কি হেডফোন ব্যবহার করতে পারবে কি না এই বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, যে শিশুর বয়স তিন বছরের কম, তাকে কখনো হেডফোন ব্যবহার করতে দেওয়া উচিত নয়। এর থেকে বেশি বয়সের শিশু হেডফোন ব্যবহার করলে ভলিউম কমিয়ে তারপর দিন। ডিভাইসের ভলিউম লেভেল ৫০% বা তার কম রাখা উচিত। এতে শিশুর কানের ক্ষতি হওয়ার ভয় অনেকটাই কমবে।

ইউআর
 

Wordbridge School
Link copied!