Menu
ঢাকা: নেটওয়ার্ক নেই, এমন এলাকায়ও টেক্সট মেসেজ পাঠানো ও গ্রহণ করতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। স্টারলিঙ্কের স্যাটেলাইট প্রযুক্তির সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এই ফিচার যুক্ত করা সম্ভব হচ্ছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টিভি এর প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি অ্যাপল জানিয়েছে, নতুন আইওএস ১৮.৩ আপডেটের অংশ হিসেবে স্টারলিঙ্কের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে অত্যাধুনিক এই ফিচার সম্ভব হচ্ছে। স্পেসএক্সের ডাইরেক্ট-টু-সেল স্যাটেলাইট পরিষেবা অন্তর্ভুক্ত করা হবে আইফোনে। বর্তমানে স্পেসএক্সের ডিরেক্ট-টু-সেল স্যাটেলাইট পরিষেবাটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এর জন্য নিবন্ধন প্রক্রিয়া গত ডিসেম্বর থেকে শুরু হয়েছে।
জানা গেছে, এই পরিষেবাটি বর্তমানে অ্যান্ড্রয়েড ১৫ চালিত কিছু নির্দিষ্ট স্মার্টফোনের জন্য উন্মুক্ত। যার মধ্যে রয়েছে স্যামসাং Z Fold এবং S24 মডেল। আপাতত এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে সীমিত সংখ্যক T-Mobile গ্রাহকদের জন্য অ্যাক্সেসযোগ্য।
যারা বিটা পরীক্ষার জন্য সাইন আপ করেছেন, তারা শিগগিরই এই নোটিফিকেশন পাবেন যে, ‘আপনি এখন কার্যত যেকোনো জায়গা থেকে স্যাটেলাইটের মাধ্যমে টেক্সটিংয়ের মাধ্যমে সংযুক্ত থাকতে পারবেন।’
যারা পরীক্ষামূলক ব্যবহারের জন্য সাইন আপ করেছেন, তারা ইতোমধ্যেই একটি নোটিফিকেশন পাচ্ছেন। যেখানে লেখা থাকে, ‘আপনি এখন থেকে প্রায় যে কোনো স্থান থেকে স্যাটেলাইটের মাধ্যমে টেক্সটিংয়ের সুবিধা উপভোগ করতে পারবেন।
আইফোন ব্যবহারকারীদের কভারেজের বাইরেও পরিষেবা পাওয়ার জন্য আইওএস ১৮.৩ সফটওয়্যার আপডেট করতে হবে। আপডেটটি ডাউনলোড করার পরে ব্যবহারকারীরা তাদের সেলুলার ডেটা সেটিংসে এই বৈশিষ্ট্যটি সক্রিয় করার জন্য একটি অপশন খুঁজে পাবেন। ভবিষ্যতে এই পরিকল্পনার মধ্যে রয়েছে, ভয়েস এবং ডেটা সংযোগ অন্তর্ভুক্ত করে পরিষেবাটি সম্প্রসারণ করা।
এই ফিচারের সুবিধা হলো- দুর্গম এলাকায় থেকেও যেকোনো পরিস্থিতিতে মেসেজ পাঠানো যাবে। তাই দ্রুত ব্যবহারকারীদের নতুন সফটওয়্যারটি আপডেট করতে বলেছে আইফোন।
ইউআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT