Menu
ঢাকা: প্রিয়জনকে শুভেচ্ছা জানানো কিংবা ভালোবাসা প্রকাশের অন্যতম মাধ্যম গোলাপ। প্রাচীনকাল থেকেই গোলাপ মানুষের প্রিয় একটি ফুল।
তবে গোলাপ বিনিময়ের জন্য আজকের দিনটি স্পেশাল। চাইলেই বিশেষ কাউকে গোলাপ উপহার দিতে পারেন। আজ ৭ ফেব্রুয়ারি গোলাপ দিবস। আজ থেকে ‘ভ্যালেন্টাইনস ডে’ সপ্তাহ শুরু হয়েছে।
আপনার প্রিয় মানুষটি অভিমান করে থাকলে কোনোভাবেই যদি তার অভিমান ভাঙাতে না পারেন তাহলে আজকের দিনটিকে কাজে লাগান। তার হাতে তুলে দিন একটি গোলাপ। দেখবেন সব নিমিষে সব অভিমান পালিয়ে গেছে।
প্রচলিত আছে, ভিক্টোরিয়ানরা তাদের মনের কথা প্রিয়জনকে জানাতে গোলাপ বিনিময় শুরু করেছিলেন। তবে, যেভাবেই শুরু হোক না কেন- গোলাপ দিবসে প্রিয়জনকে লাল, গোলাপি, হলুদ, কমলা, সাদা, ল্যাভেন্ডার কিংবা নীল গোলাপ দিতে পারেন। মনে রাখবেন প্রতিটি গোলাপ ভিন্ন আবেগের প্রতীক।
গোলাপ দিবস কীভাবে উদযাপন শুরু হয়েছিল তা নিয়ে খুব কম তথ্য জানা যায়। তবে, আমরা জানি কেন দিনটি উদযাপন করা হয়। কারণ, গোলাপ দিবস দিয়ে ভ্যালেন্টাইন'স সপ্তাহ শুরু হয়।
শুরুতে গোলাপকে বিলাসবহুল ফুল হিসেবে ভাবা হতো এবং ধনীরা ব্যবহার করতেন। তবে, ধীরে ধীরে সব মানুষের পছন্দের ফুল হয়ে ওঠে। গোলাপ আশা, শান্তি এবং ভালবাসার প্রতীক হিসেব পরিচিত। গোলাপ সত্যিই ভালোবাসার প্রতীক। তাই আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন, আপনার প্রিয়জনকে গোলাপ উপহার দিয়ে ভালোবাসার বার্তা পৌঁছে দিন।
ইউআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT