• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

‘নিবন্ধনধারীদের ফোন করে টাকা চাওয়া হচ্ছে’


নিউজ ডেস্ক জুলাই ১২, ২০২১, ০৮:৪৪ পিএম
‘নিবন্ধনধারীদের ফোন করে টাকা চাওয়া হচ্ছে’

ফাইল ছবি

ঢাকা: অনেক নিবন্ধনধারী ব্যক্তিকে ফোন করে চাকরির নিশ্চয়তা দিয়ে টাকা চাওয়া হচ্ছে। আমার একজন কাছের ব্যক্তিকে ফোন করে টাকা চেয়েছে। মনে হচ্ছে প্রত্যেক জেলা এবং উপজেলায় একটি চক্র রয়েছে যারা নিবন্ধনধারীদের নাম্বার সংগ্রহ করে এ কাজটি করছে। 

গত নিয়োগে আমার কাছে একজন লোক এসে জানতে চেয়েছে কোন নিবন্ধনধারী থাকলে যাতে তার সাথে যোগাযোগ করে এবং ৩/৪ লক্ষ টাকা দিলে সে চাকরির নিশ্চয়তা দিবে। পরে জানতে পারি তার নিবন্ধন সার্টিফিকেট বেচাকেনায় ক্যারিয়ার ছিল। 

তাদের এ চক্রটি সুন্দর একটি প্লান করে নেমেছে বলে মনে হচ্ছে। যেমন- তারা ৫০ জন থেকে ৩ লক্ষ করে টাকা নিবে মোট ১ কোটি ৫০ লক্ষ টাকা। সেখানে এমনিতেই চাকরি হয়ে গেল ২০ জনের। বাকি ৩০ জনের চাকরি হলো না। যে বিশ জনের চাকরি হলো তাদের টাকাগুলো তাদের হয়ে গেল আর বাকি ৩০ জনকে ফেরত দিবে ২৫০০০০ হাজার করে এখানেও তাদের লাভ হলো ৫০ হাজার করে। তাদের মোট লাভ হলো ৭৫ লক্ষ টাকা।এতে করে যাদের চাকরি হয়েছে তারাও খুশি চাকরি হয়েছে বলে, আর যাদের চাকরি হয়নি তারাও খুশি ২৫০০০০ করে ফেরত পেয়েছে বলে অন্তত পুরো টাকাটা গোল্লায় যায়নি। আর যারা প্রতারক চক্র তারা মহা খুশি উভয় পক্ষকে মক্কল বানিয়ে টাকার পাহাড় করতে পেরেছে বলে। আসলে তাদের কোন ক্ষমতাই নেই আপনাকে চাকরি দেওয়ার।

ফেসবুক থেকে নেওয়া।

কারণ আপনার সিরিয়ালে উপরের প্রতিষ্ঠানসমূহে কার চাকরি হয়েছে সেটা আপনার জানার সুযোগ রয়েছে তার রোল নাম্বার দিয়ে সার্চ দিলে জানতে পারবেন মেরিটে সে আপনার চেয়ে এগিয়ে না পিছিয়ে। সুতরাং সাবধান, কোন লেনদেন করবেন না।

মো: জামাল হোসেন
সহকারী ইংরেজি শিক্ষক
(১৪ তম নিবন্ধনধারী)

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!