• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

‘এরা শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করবে সালমান শাহ্‌র মত’


বিনোদন ডেস্ক মে ২১, ২০২৩, ০৩:৪২ পিএম
‘এরা শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করবে সালমান শাহ্‌র মত’

ঢাকা : ঢালিউডের  জনপ্রিয় নায়ক শাকিব খান। বর্তমানে কাজের চেয়ে তার ব্যক্তিজীবন নিয়েই আলোচনা হচ্ছে বেশি। বিশেষ করে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে নায়কের দাম্পত্যের বিষয়টি বেশ চর্চিত।

শাকিবের ব্যক্তিজীবন নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে টানাহেঁচড়া হচ্ছে, সে প্রসঙ্গে মুখ খুলেছেন গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। নিজের সেই বক্তব্যে প্রয়াত নায়ক সালমান শাহ্‌র অকাল প্রয়াণের বিষয়টিও টেনে এনেছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘এরা শাকিব খানকে আত্মহত্যা করতে বাধ্য করবে সালমান শাহ্‌র মত, আমি নিশ্চিত। এরা ভুলে গেছে এদের সমস্ত অর্জন শাকিব খানের জন্য। সালমান শাহ্‌ মারা যাওয়ার আগের সময়টা আমার মনে আছে। প্রায় পুরো ইন্ডাস্ট্রি সালমান শাহ্‌র বিরুদ্ধে চলে গিয়েছিল।’

মন্তব্যের ঘরে তিনি লেখেন, ‘খুব টেকনিক্যালি তাকে ব্ল্যাকমেল করা হচ্ছে। ছেলেটা একটু চালাক আর সব সাংবাদিক মেইন্টেইন করতে পারলেই হতো। যাই হোক, সাংবাদিকসহ সব বন্ধুদের বলি- মতের একটু অমিল বা স্টার আপনার কাজে না আসলে তার বিরুদ্ধাচরণ করবেন না। এ রকম নায়ক যুগে একটা আসে।’

তার সেই পোস্টে মন্তব্য করা নেটিজেনদের উদ্দেশে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘এখানে কারও বিষয়ে একটাও বাজে শব্দ লিখতে পারবেন না। নিজের ওয়ালে লিখুন। এগুলো দেখতে আমি অভ্যস্ত নই। আজেবাজে কিছু বা মানসিক পেইন দেয় এমন বন্ধু/পেইজ আনফলো করে রাখি।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!