• ঢাকা
  • শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

মন্ত্রণালয়ের কাজে গতি ও দক্ষতা বাড়াতে যে পরামর্শ পিনাকীর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০২:১৭ পিএম
মন্ত্রণালয়ের কাজে গতি ও দক্ষতা বাড়াতে যে পরামর্শ পিনাকীর

ঢাকা : মন্ত্রণালয়ের কাজে দক্ষতা কীভাবে বাড়ানো যেতে পারে, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অন্যতম নেপথ্য নায়ক সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট তিনি এ সংক্রান্ত পরামর্শ দেন।

পিনাকী ভট্টাচার্য লিখেন, আসিফ মাহমুদ এক ট্রলি ফাইলের ছবি দিয়েছে। আপনি যদি সেই কাগজগুলো দেখেন তাহলে বুঝবেন সব ফাইল শুধু একবার পড়তে কয়েক মাস লাগবে। আমাদের ব্যুরোক্রেসি এত ইন-এফিসিয়েন্ট হওয়ার কারণ এই পেপার বেইসড ডকুমেন্টেশন।

দ্রুত মন্ত্রণালয়গুলো পেপারলেস করতে হবে উল্লেখ করে তিনি লিখেন, এতে ইফিসিয়েন্সি বাড়বে। কোন কাজে কত সময় লাগছে সেটা জানা যাবে। কাজটা কোথায় আটকে আছে? বটলনেক কোথায়? সেটা জানা যাবে। কম লোক লাগবে, আর ফাইল হারাবে না। ফিজিক্যাল স্টোরেজ স্পেইস কমবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নিয়ে হাস্যরস মন্তব্য করে পিনাকী লিখেন, হাসিনার ডিজিটাল বাংলাদেশের আওয়াজে ভাবছিলাম সবকিছু ডিজিটাল হইছে। কিন্তু না, টাল হইছে, ডিজি-টা এখনো ফুটে নাই।

এমটিআই

Wordbridge School
Link copied!