• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

সমন্বয়কদের দেখে অনেকের চোখ টাটাচ্ছে : রনি


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৯, ২০২৪, ০৫:৪৪ পিএম
সমন্বয়কদের দেখে অনেকের চোখ টাটাচ্ছে : রনি

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের কাজ দেখে অনেকের চোখ টাটাচ্ছে বলে মন্তব্য করেছেন আলোচিত সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

শনিবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

গোলাম মাওলা রনি তার পোস্টে লিখেছেন, ‘ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে বহু অভিযোগ! তারা অনেক কিছু করার চেষ্টা করছেন, যা তাদের দায়িত্ব কিংবা কর্তব্যের মধ্যে পড়ে না।’ 

‘দ্বিতীয়ত, আমাদের রক্ষণশীল সমাজ তরুণদের মাতুব্বরি একদম সহ্য করতে পারে না।’

আবহমান বাঙালির এই অভ্যাসের কারণে সমন্বয়কদের কাজকর্ম দেখে অনেকের চোখ ঠাস ঠাস করে টাটাচ্ছে।’ 

তিনি বলেন, ‘এত কিছুর পরও একটি কথা না বললেই নয় যে- সমন্বয়কদের বিরুদ্ধে দেশব্যাপী চাঁদাবাজির অভিযোগ নেই। তারা কোনো দখল বাণিজ্য কিংবা শিল্প, কল-কারখানায় গিয়ে ঝুট ব্যবসার জন্য মামলা-হামলা করেনি।’

তিনি আরো বলেছেন, ‘তারা কলেজ-বিশ্ববিদ্যালয়ের হলে সিট বাণিজ্য বা ভর্তি বাণিজ্য শুরু করেনি। ক্যান্টিনে গিয়ে ফাও খায়নি এবং কোর্টে গিয়ে আসামি এবং উকিলদের মারধর করেনি।’

আইএ

Wordbridge School
Link copied!