• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি’ কেন বলেছিলেন ফারুকী


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ১০, ২০২৪, ০৯:০৭ পিএম
‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি’ কেন বলেছিলেন ফারুকী

ঢাকা: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছেন তিন নতুন মুখ। নতুনদের মধ্যে উপদেষ্টা পরিষদে ফারুকীর সঙ্গী হয়েছেন ব্যবসায়ী সেখ বশির উদ্দিন এবং ছাত্রনেতা মাহফুজ আলম।

এর আগে রোববার বিকেলে ফারুকীর উপদেষ্টা হওয়ার গুঞ্জন শুরু হতেই তার পূর্বের একটি ফেসবুক পোস্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে পোস্টের প্রথম লাইনেই ফারুকী লিখেছিলেন, ‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি’।

তবে দীর্ঘ সেই পোস্টে আসলে কেন এই মন্তব্য করেছিলেন ফারুকী? মূলত আওয়ামী লীগের প্রোপাগান্ডায় ক্ষিপ্ত হয়ে করা সেই পোস্টে এই চলচ্চিত্র নির্মাতা ‘আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি’ মন্তব্যটির পর একটি হাসির ইমোজি দিয়েছিলেন।

এরপর লিখেছিলেন, ‘আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ফ্যাসিবাদের পুচ্ছে আগুন কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানাচ্ছি।’

আলোচিত সেই ফেসবুক পোস্টে নিজের রাজনৈতিক নিরপেক্ষতার কথা জানিয়ে ফারুকী লিখেছিলেন, ‘ওহে, আমি কোনো রাজনৈতিক কর্মী না। আমি আওয়ামী লীগ-বিএনপি সবারই ভালো কিছুর প্রশংসা এবং খারাপ কাজের নিন্দা করতে পারি।’

আইএ

Wordbridge School
Link copied!