Menu
ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা মাহফুজের সাথে কথা বলেন ভারতীয় সাংবাদিক অর্ক দেব। অর্কের করা বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন উপদেষ্টা মাহফুজ। আর সেই প্রশ্নোত্তর পর্ব ‘ভারত-পাকিস্তান উভয়ের অধীনতাই অস্বীকার করে নতুন বাংলাদেশ : মাহফুজ আলম’ শিরোনামে প্রকাশিত হয়েছে ‘ইনস্ক্রিপ্ট’ নামের একটি সংবাদ মাধ্যমে।
শনিবার (১ মার্চ) ভোর ৬টার দিকে মাহফুজ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ইনস্ক্রিপ্টের ওই প্রতিবেদনটি পোস্ট করেন এবং পরে পোস্টটি তার ফেরিফাইড ফেসবুক পেজ থেকে শেয়ার করেন।
ইন্সক্রিপ্টের সেই প্রতিবেদনটিতে দেখা যায়, সাংবাদিক অর্ক দেব মাহফুজকে প্রশ্ন করেন, “কোনও ধর্মরাষ্ট্র চান না?” উত্তরে মাহফুজ বলেন, “প্রশ্নই আসে না। বাংলাদেশে আলাদাভাবে গড়ে উঠেছে। এখানে কখনই জামায়াতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে না, ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না। বাংলাদেশের মানুষের ইসলামের ভাবনাটাই আলাদা। এটা বদলাতে হয়তো কয়েকশো বছর লাগবে। এটা গড়ে উঠছে ৭০০-৮০০ বছর ধরে।”
মাজফুজ একই প্রশ্নের জবাবে আরও জানান, “আমি সংস্কৃতর চর্চা করি। সংস্কৃত শেখার চেষ্টা করেছি একসময়। আমি তো চাই এটা থাকুক। কেন থাকবে না? এটা তো আমার জন্য গুরুত্বপূর্ণ। বৌদ্ধ সংস্কৃতি আমার জন্য গুরুত্বপূর্ণ। এগুলি গুরুত্বপূর্ণ কারণ আমাকে দাঁড়াতে হবে। রাষ্ট্র হিসেবে দাঁড়ানোর জন্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্র কখনও এক-ধর্ম কেন্দ্রিক হয়ে দাঁড়াতে পারে না। আমি এই যে বাস্তবতায় আছি, সেই বাস্তবতায় বাংলাদেশে কখনও ধর্মরাষ্ট্র বা ইসলামি রাষ্ট্র সম্ভব নয়।”
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT