• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মেম্বার প্রার্থীকে থাপ্পড় মারলেন ম্যাজিস্ট্রেট


নিউজ ডেস্ক ডিসেম্বর ২৬, ২০২১, ০৯:০৮ পিএম
মেম্বার প্রার্থীকে থাপ্পড় মারলেন ম্যাজিস্ট্রেট

ছবি : সংগৃহীত

কুমিল্লা : ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুমিল্লার চৌদ্দগ্রামের উজিপুর ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী এরশাদ আলীকে (মোরগ) থাপ্পড় মেরেছেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোট কেন্দ্রের বাইরের এ ঘটনা নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীসহ এলাকাবাসী।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উজিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ব্রহ্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি জানান, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে এ কেন্দ্রে ভোটগ্রহণ চলছিল। বিকেল পৌনে ৪টার দিকে কেন্দ্র থেকে প্রায় চারশ মিটার দূরে অবস্থান নিয়ে সাধারণ মানুষ ভোট উৎসব উপভোগ করছিল। 

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা ঘটনাস্থলে পৌঁছে তার সঙ্গে থাকা পুলিশ ও আনসার সদস্যদের নিয়ে সবাইকে ধাওয়া করেন। একপর্যায়ে তিনি মেম্বার প্রার্থী এরশাদ আলীকে থাপ্পড় মারেন। এ সময় উপস্থিত মেম্বার প্রার্থীর সমর্থকসহ সবাই উত্তেজিত হয়ে পড়েন।

খবর পেয়ে নির্বাচনী টহল টিমের দায়িত্বে থাকা লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এর মধ্যেই নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফা ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার একটি ভিডিও গণমাধ্যমের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, ১১ সেকেন্ডের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঞ্জাবি-পাজামা পরিহিত মেম্বার প্রার্থীকে থাপ্পড় দেন।

মেম্বার প্রার্থী এরশাদ আলী বলেন, কেন্দ্রে ম্যাজিস্ট্রেট এসে লোকজনকে ধাওয়া করেন। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট কোনো কথা ছাড়াই আমাকে থাপ্পড় মারেন। জনসম্মুখে বিনা দোষে লাঞ্ছনার ঘটনায় আমি সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মোস্তফাকে একাধিকবার ফোন করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, বিষয়টি আপনার মাধ্যমে শুনলাম। খবর নিয়ে দেখছি। সূত্র : জাগো নিউজ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School

সংবাদ পত্রের পাতা থেকে বিভাগের আরো খবর

Link copied!