Menu
ঢাকা: সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান না থাকলে দেশটা ম্যাসাকার হয়ে যেত বলে মন্তব্য করেছেন রাওয়া ক্লাবের চেয়ারম্যান কর্নেল (অব.) মোহাম্মদ আবদুল হাই।
জুলাই আন্দোলনের কথা স্মরণ করে সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেছেন, ৫ আগস্ট জেনারেল ওয়াকার উজ জামান ছিলেন মূসা আলাইহিস (স.) এর মতো। অর্থাৎ ফেরাউনের ঘরে লালিত-পালিত হয়েছেন। কিন্তু মূসা আলাইহিস (স) কি ফেরাউনের পক্ষে ছিলেন? তার যে বিশাল একটা দিল, মানবতাবোধ, আল্লাহর যে ভয়, সততা, নিষ্ঠা, দেশপ্রেম, এটা একেবারে অসাধারণ।
আবদুল হাই বলেন, এটা অনেক আগে থেকেই আমি দেখেছি, আমার বিশ্বাস ছিল জেনারেল ওয়াকার উজ জামান কখনো ফ্যাসিস্ট হাসিনাকে কখনোই সমর্থন করবেন না। এ বিশ্বাস আমার শতভাগ ছিল।
তিনি বলেন, জেনারেল ওয়াকার উজ জামান না থাকলে দেশটা ম্যাসাকার (গণহত্যা) হয়ে যেত। সেই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কেউ থাকতো না। এ দেশটা চিরদিনের জন্য দখল করে ফেলত। এখানে একটা রাম মন্দির থাকত। বায়তুল মোকাররম মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির তৈরি হতো। কোনো ক্যান্টনমেন্ট থাকতো না। সেই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন।
আবদুল হাই বলেন, জাতি হিসাবে যদি আমরা সত্যিকারের কৃতজ্ঞ জাতি হয়ে থাকি জেনারেল ওয়াকার উজ জামান মানুষের মনের মনিকোঠায় চিরদিন মূলায়িত হবেন অসাধারণ মানুষ হিসেবে।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT