• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

করোনার ভ্যাকসিন আনতে ৪ দিনের মধ্যে চুক্তি


নিজস্ব প্রতিনিধি অক্টোবর ৩১, ২০২০, ০২:৪৮ পিএম
করোনার ভ্যাকসিন আনতে ৪ দিনের মধ্যে চুক্তি

ছবি: সংগৃহীত

ঢাকা : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চার দিনের মধ্যে করোনার ভ্যাকসিন আনার জন্য উৎপাদন প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হবে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারের করোনার কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন এক হাজার জনগণের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

ইউরোপে করোনা বৃদ্ধি পেয়েছে এ দেশেও শীতের সময় বৃদ্ধি পেতে পারে উল্লেখ করে সকলকে স্বাস্থ্য বিধি মানার জন্য আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

দেশের স্বাস্থ্য সেবা ভাল উল্লেখ করে তিনি আরও বলেন, দেশের মানুষ স্বাস্থ্য বিধি মেনেছে বলেই ভাল আছে। চার কোটি দরিদ্র মানুষকে করোনার সময় সরকার সহযোগিতা করেছে বলেও জানান তিনি।

তিনি বলেন, অর্থনৈতিক অবস্থা সচল রাখতে সকল কারখানা খুলে দেয়া হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!