• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

দেশে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ল


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১১, ২০২০, ০৪:২৪ পিএম
দেশে একদিনে করোনায় আক্রান্ত ও মৃত্যু বাড়ল

ঢাকা: দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৭৩৩ জনের শরীরে কোভিড-১৯ সংক্রামণ শনাক্ত হয়েছে। এর আগে মঙ্গলবার একদিনে আক্রান্ত হয়েছিলো ১ হাজার ৬৯৯ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪ লাখ ২৫ হাজার ৩৫৩ জনে।

আক্রান্ত বাড়ার পাশাপাশি এ ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘন্টায় নতুন করে ১৯ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার একদিন মৃত্যু হয়েছিলো ১৬ জন। ফলে এ ভাইরাসে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ১০৮ জনে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, এছাড়া একদিনে নতুন করে ১ হাজার ৭১৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ৩ লাখ ৪৩ হাজার ১৩১ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। তার ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!