• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

ঢামেকের ৩ চিকিৎসকের নাচ ভাইরাল, মুগ্ধ দর্শকদের প্রশংসা


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৭, ২০২১, ১১:২৩ পিএম
ঢামেকের ৩ চিকিৎসকের নাচ ভাইরাল, মুগ্ধ দর্শকদের প্রশংসা

ঢাকা : মহামারি করোনার প্রভাবে দেশ-বিদেশ কোথাও নেই কোনো স্বস্তি। এই সময়ে মানুষের আত্মবিশ্বাস ধরে রাখতে হাসপাতালেই নাচলেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) তিন চিকিৎসক। নাচের ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

নাচের পারফরম্যান্সে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. কৃপা বিশ্বাস, ডা. শাশ্বত চন্দন ও ডা. আনিকা হোসেন খান। এরই মধ্যে ভিডিওটি সব মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে।

রোগীদের আত্মবিশ্বাস জোগাতে ও চিকিৎসকদের একঘেঁয়েমি দূর করতে সোমবার (২৬ এপ্রিল) ডা. শাশ্বত চন্দন তার ফেসবুক অ্যাকাউন্টে Surgeons' Dance for inspiring the doctors treating Covid-19 attacked patients (কোভিড-১৯ রোগীদের যারা চিকিৎসা করছেন, তাদের অনুপ্রেরণার জন্য সার্জনদের নাচ) শিরোনামে পোস্ট করেন।

ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ড্রেস পরে ‘নয়া দামান’ গানের সঙ্গে নাচছেন এক চিকিৎসক। এরপর আরো দুজন চিকিৎসক এসে তার সঙ্গে যুক্ত হন। এ গানের সঙ্গে তাদের নাচ মুগ্ধ করেছে দর্শকদের। মুহূর্তেই ছড়িয়ে পড়েছে ভিডিওটি।

‘নয়া দামান’ গানটির রচয়িতা হাছন রাজা। অনেকে গানটি কণ্ঠে তুলেছেন। তবে কিছুদিন আগে এই গানে কণ্ঠ দেন তসিবা ও মুজা।

এর আগে ভারতের কেরালায় মেডিকেলের দুই শিক্ষার্থীর নাচের ভিডিও ভাইরাল হয় সারাবিশ্বে। ঢাকা মেডিকেলের এই ভিডিও ইতিবাচকভাবে নিয়ে কমেন্ট শেয়ার করছেন দেশের সিনিয়র চিকিৎসকরা।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!