• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

‘ক্ষমতায় গেলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে’


নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০১৬, ০৩:৩৮ পিএম
‘ক্ষমতায় গেলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ক্ষমতায় গেলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করা হবে। তাদের সরকার কাউকে গুম করবে না এবং বিনা বিচারে কাউকে আটকও রাখা হবে না।

রোববার (২৬ জুন) রাজধানীতে আন্তর্জাতিক নির্যাতনবিরোধী দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন ব্যারিস্টার মওদুদ।

অনুষ্ঠানে বিভিন্ন সময়ে যারা গুমের শিকার হয়েছেন, তাদের পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন। স্বজনদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।

মওদুদ আহমদ বলেন, আজকে একদিকে গুম-হত্যা, বিচারবহির্ভূত হত্যা, ক্রসফায়ার-এনকাউন্টার চলছে; অন্যদিকে উগ্রবাগ এবং জঙ্গিবাদের উত্থাপন হচ্ছে। এটাও সেই একই কারণ: দেশে কোনো জবাবদিহিমূলক জনপ্রতিনিধিত্বশীল সরকার নেই।

তিনি আরো বলেন, আমি দৃঢ়ভাবে বলতে পারি যে, বিএনপি আবার যদি ক্ষমতায় যায়, বাংলাদেশে কোনো ব্যক্তি গুম হবে না এবং তাকে বিনা বিচারে আটক রাখা হবে না। তাকে বিচারবহির্ভূত হত্যার শিকার হতে হবে না। আমরা এটা বন্ধ করে দেবো।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!