• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

দেশে করোনায় আরও ১ মৃত্যু, শনাক্ত ১৯


নিজস্ব প্রতিনিধি ডিসেম্বর ১২, ২০২২, ০৬:৫৬ পিএম
দেশে করোনায় আরও ১ মৃত্যু, শনাক্ত ১৯

ঢাকা : করোনায় সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮২৫ জন। পাশাপাশি নতুন করে করোনায় একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৪৩৭ জন।

সোমবার (১২ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৯৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৪ শতাংশ। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ৪৮৬ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যু ঘটে। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট এই দুইদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!