• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ


নিজস্ব প্রতিবেদক মার্চ ১২, ২০২৩, ০৩:০৩ পিএম
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রতীকী ছবি

ঢাকা: এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল (২০২২-২৩ শিক্ষাবর্ষ) প্রকাশ করা হয়েছে। রোববার (১২ মার্চ) প্রকাশিত এ পরীক্ষার ফলাফলে পাস করেছেন ৪৯ হাজারের বেশি পরীক্ষার্থী।

মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে এ ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, এবার সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় পাস করেছেন ৪৯ হাজার ১৯৪ জন। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. টিটো মিঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২-২৩ শিক্ষাবর্ষে মেডিকেলের ভর্তি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ শিক্ষার্থী। তাদের মধ্যে পরীক্ষায় বসেন ১ লাখ ৩৫ হাজার ৮১৩ জন। পরীক্ষায় পাস করেন ৪৯ হাজার ১৯৪ জন, যা অংশগ্রহণকারীদের ৩৫ দশমিক ৩৪ শতাংশ।

এবার এমবিবিএস পরীক্ষায় অংশ নিতে আবেদনকারীদের মধ্যে ৬৪ হাজার ২৬৪ ছাত্র ও ৭৪ হাজার ৯৫৩ ছাত্রী ছিলেন। শুধু ঢাকায় আবেদনকারী ছিলেন ৫৭ হাজার ৪৩৬ জন।

এবারের পরীক্ষায় অংশ নেয়া ২৮ হাজার ৩৮১ জন ছাত্রী পাস করেছেন। পাস করা ছাত্রের সংখ্যা ২০ হাজার ৮১৩।

সারা দেশে সরকারি মেডিকেল কলেজগুলোতে আসন রয়েছে ৪ হাজার ৩৫০টি। বেসরকারি মেডিকেল কলেজে এ সংখ্যা ৬ হাজার ৭৭২।

যেভাবে জানা যাবে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল:

ফল প্রকাশের পর তিনভাবে শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে ঢুকে মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল জানা যাবে।

এছাড়া স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে ওয়েবসাইটেও ফল প্রকাশ করা হবে। পাশাপাশি এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে। আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাঠিয়ে দেওয়া হবে।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!