ঢাকা : গত ২৪ ঘণ্টায় দেশে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময় কারো মৃত্যু হয়নি।
বুধবার (৩১ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৭০৯টি নমুনা পরীক্ষায় ওই ১০৩ জন রোগী শনাক্ত হয়। এদিন প্রতি ১০০ নমুনায় শনাক্তের হার ৬ দশমিক ০৩ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ ২০ লাখ ৬ হাজার ২৬৭ জন।
এর আগে, সোমবার এক দিনেই ১৫৯ জন করোনা রোগী শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদফতর, যা সাত মাসের সর্বোচ্চ। মঙ্গলবার ১১৪ জন রোগী শনাক্ত হয়। ফলে টানা তিন দিন একশর বেশি রোগী শনাক্ত হলো।
এখন পর্যন্ত করোনায় মৃত্যু ২৯ হাজার ৪৪৬ জন এবং শনাক্ত ২০ লাখ ৩৯ হাজার ৩৪৭ জন। আর এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২২ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
সোনালীনিউজ/এমটিআই
আপনার মতামত লিখুন :