• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

করোনায় এক দিনে দুজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক জুন ৫, ২০২৩, ০৬:০২ পিএম
করোনায় এক দিনে দুজনের মৃত্যু

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৫ জনের।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ৪৫০ জন। আর মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৯ হাজার ৭১৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, করোনায় মৃত দুজনই নারী। তাদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে। তারা ঢাকায় অবস্থান করছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৩টি নমুনা সংগ্রহ করা হয়। ১ হাজার ২৮৭টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৮ শতাংশ।  

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৬ হাজার ৩৯৫ জন।  

প্রসঙ্গত, দেশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

সোনালীনিউজ/এম

 

Wordbridge School
Link copied!