• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন


স্বাস্থ্য ডেস্ক জুন ১৩, ২০২৩, ০৩:৩৭ পিএম
ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন

ঢাকা : ডেঙ্গু কি, এটি কিভাবে বংশবিস্তার করে ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে গণমাধ্যমে একটি গণবিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ অধিদপ্তর। 'ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন' শিরোনামের বিজ্ঞপ্তিটিতে ডেঙ্গু হলে নিকটস্থ স্বাস্থকেন্দ্রে যোগাযোগ করার কথাও বলা হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন

ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এ রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়।

এডিস মশা ডিম পাড়ার ও বংশবিস্তারের স্থান

টবে জমা পানি; পরিত্যক্ত বালতি অথবা গামলায় জমা পানি; পরিত্যক্ত টায়ারে জমা পানি; পরিত্যক্ত পাত্র।

এডিস মশার জীবনচক্র

এডিস মশার লার্ভা > পিউপা > পূর্ণাঙ্গ এডিস মশা

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

- আপনার ঘরে এবং আশেপাশে যেকোনো জায়গায় পানি জমতে না দেওয়া। ফলে এডিস মশার লার্ভা জন্মাতে পারবে না।

- ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে।

- ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম, মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা অথবা নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারি শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পারে। কাজেই এগুলো বর্জ্য হিসেবে ব্যবস্থা নেওয়া।

- অব্যবহৃত পানির পাত্র ধংস অথবা উল্টো রাখতে হবে যাতে পানি না জমে।

- দিনে অথবা রাতে ঘুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করুন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!