• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে আরও ৫৮৪


নিজস্ব প্রতিবেদক জুলাই ৫, ২০২৩, ০৭:৫৪ পিএম
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে আরও ৫৮৪

ঢাকা: সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮৪ জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি মোট রোগী বেড়ে দাঁড়ালো এক হাজার ৯১১ জনে। 

বুধবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৫৮৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৮২ ও ঢাকার বাইরের ২০২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৫৫ জন। এদের মধ্যে রাজধানীর বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সাত হাজার ৪৬৬ জন। আর ঢাকার বাইরের অন্য বিভাগে ভর্তি হয়েছে ২ হাজার ৯৮৯ জন।

অন্যদিকে এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আট হাজার ৪৮২ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬ হাজার ১৩২ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৩৫০ জন। আর এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২ জন।

বিদায়ী বছরে (২০২২ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। ওই বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।

সোনালীনিউজ/আইএ

Wordbridge School
Link copied!