ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২০২ জন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে চলতি বছর ২৩৯ জন ডেঙ্গুতে মারা গেলেন। আর চলতি জুলাইয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১৯২ জন।
বাংলাদেশ শিশু হাসপাতাল, হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাল, সেন্ট্রাল হাসপাতাল, ঢাকা হেলথ কেয়ার হাসপাতাল, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালসহ ঢাকার ১৪টি হাসপাতাল সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ও রোগী ভর্তির প্রতিবেদন জমা দেয়নি বলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে রাজধানীর হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৩ জন। বাকি ১ হাজার ৫৯ জন ঢাকার বাইরে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৯ জন ও ঢাকার বাইরের একজন।
চলতি বছর এখন পর্যন্ত ৪৬ হাজার ৪০৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৬ হাজার ৮৪৮ জন ও ঢাকার বাইরে ১৯ হাজার ৫৫৯ জন আক্রান্ত হয়েছেন।
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :