• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১

সংখ্যা বাড়ানো নয়, দক্ষ চিকিৎসক তৈরিই মূললক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক  ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০১:০৭ পিএম
সংখ্যা বাড়ানো নয়, দক্ষ চিকিৎসক তৈরিই মূললক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা: সংখ্যা বাড়ানো নয়, দক্ষ চিকিৎসক তৈরির মূললক্ষ্যে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘গতকালও বলেছি, আজও বলছি। আমরা সংখ্যায় নয়, দক্ষ চিকিৎসক তৈরি করতে চাই। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও ভালোভাবে হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘সকালে বের হয়ে আমার বাসার কাছে তেজগাঁও কেন্দ্রে যাই। ওখানকার অবস্থা দেখার পর ঢাবিতে আসলাম। এখানে আসার পর রংপুর, সিলেট, চট্টগ্রাম ও খুলনাসহ দেশের সকল কেন্দ্রের দায়িত্বশীলদের সঙ্গে কথা বলেছি। পরীক্ষা সুষ্ঠুভাবে হয়েছে।’

তিনি বলেন, ‘আমি খুব কৃতজ্ঞ যে, আমার সহকর্মীরা সর্বাত্মক সহযোগিতা করেছেন। আশা করি, তাদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠুভাবে সুন্দরভাবে শেষ করতে পারব।’

এমএস

Wordbridge School
Link copied!