ঢাকা: দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো মিলিয়ে মোট বেড সংখ্যা অনুযায়ী প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে ১টি বেড রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য এ বি এম আনিছুজ্জামানের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।
উল্লেখ্য ২০২২ সালের হেলথ বুলেটিন এর তথ্য অনুযায়ী দেশে সরকারি বেড সংখ্যা ৭১৬৬০টি এবং বেসরকারি বেড সংখ্যা ৯৯,৯৭৫টিসহ সর্বমোট ১,৭১৬৩৫টি বেড রয়েছে। উক্ত মোট বেড সংখ্যা অনুযায়ী প্রতি ৯৯০ জন লোকের বিপরীতে ১টি বেড রয়েছে।
এমএস