• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

কর্মস্থলে পাওয়া গেল না চিকিৎসককে, সঙ্গে সঙ্গে বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক মার্চ ৬, ২০২৪, ০৬:০২ পিএম
কর্মস্থলে পাওয়া গেল না চিকিৎসককে, সঙ্গে সঙ্গে বরখাস্ত

স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

ঢাকা: কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিত না হওয়ায় সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

আরও যারা সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত ছিলেন না তাদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধাবার (৬ মার্চ) সকালে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী এই নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জাতীয় সংসদে গেলে সংসদ সদস্যরা আমাকে বলেন তার এলাকায় চিকিৎসক থাকে না। যেখানেই যাই সেখানেই হাসপাতালে ডাক্তার থাকে না শুনতে পাই। এগুলো তো ভালো কথা না।

তিনি আরও বলেন, সাধারণ মানুষকে সেবার বিনিময়ে চিকিৎসকদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে। চিকিৎসকদের নানা রকম সমস্যা ও প্রতিকূলতা যে আছে তা আমি জানি। কিন্তু মানুষকে চিকিৎসা তো দিতে হবে।

আইএ

Wordbridge School
Link copied!