• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

আবারও কমলো হার্টের রিংয়ের দাম


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩, ২০২৪, ১১:১৭ এএম
আবারও কমলো হার্টের রিংয়ের দাম

ঢাকা : ইউরোপ ও অন্যান্য দেশ থেকে আমদানি করা হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত ২৩টি হার্টের রিংয়ের দাম কমিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

মঙ্গলবার (২ এপ্রিল) অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পোল্যান্ডের অ্যালেক্স প্লাস ব্রান্ডের তৈরি হার্টের রিংয়ের দাম আগে ছিলো ৬২ হাজার ৫০০ টাকা, যার নতুন দাম ৬০ হাজার টাকা। জার্মানির করোফ্লেক্স আইএসএআর নিও ব্রান্ডের রিংয়ের দাম ছিলো ৭৩ হাজার ১২৫ টাকা, যার বর্তমান মূল্য ৫৫ হাজার টাকা। সুইজারল্যান্ডের ওআরএসআইআরও মিশন ব্রান্ডের রিংয়ের দাম ৮১ হাজার থেকে কমিয়ে করা হয়েছে ৬৮ হাজার টাকা।

এছাড়া ভারতের মেটাফোর ব্রান্ডের রিংয়ের দাম ৪৮ হাজার থেকে কমিয়ে করা হয়েছে ৪০ হাজার টাকা। পাশাপাশি অন্যান্য দেশে থেকে আমদানি করা রিংয়ের দামও কমানো হয়েছে।

ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে বলা হয়েছে, দাম কমানোর ফলে কার্ডিয়াক রোগীরা দেশে সুলভ মূল্যে হার্টের রিং পাবেন।

উল্লেখ্য, এর আগে গতবছর ১২ ডিসেম্বর একদফা কমানো হয়েছিলো রিংয়ের দাম।

এমটিআই

Wordbridge School
Link copied!