• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:  সেপ্টেম্বর ১৮, ২০২৪, ০৭:৫৫ পিএম
২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ঢাকা: সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার ৫ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৭২ জন।

প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি ৮৬৫ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ১৪৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২১, ঢাকা উত্তর সিটিতে ২৫১, ঢাকা দক্ষিণ সিটিতে ১৪২, খুলনা বিভাগে ৯৪ ও ময়মনসিংহ বিভাগে ১৮ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ৪৬, রাজশাহী বিভাগে ২০ এবং রংপুর বিভাগে ২৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

আইএ
 

Wordbridge School
Link copied!