• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ডেঙ্গুতে ১০ মাসে ৩০০ মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ১, ২০২৪, ০৯:১৩ পিএম
ডেঙ্গুতে ১০ মাসে ৩০০ মৃত্যু

ঢাকা: রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩৮২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩০০ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে গত অক্টোবর মাসেই ১৩৪ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ৬২ হাজার ১৯৯ জন এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যা বেশী।

শুক্রবার (১ নভেম্বর) রাতে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৭৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। এর বাইরে (সিটি করপোরেশন বাদে) চট্টগ্রাম বিভাগে ৬৩ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ঢাকা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ২০ জন, বরিশাল বিভাগে ১২ জন ও সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল পর্যন্ত সারাদেশের হাসপাতালগুলোতে তিন হাজার ৯৬১ জন চিকিৎসা নিচ্ছিলেন।

আইএ

Wordbridge School
Link copied!