• ঢাকা
  • মঙ্গলবার, ০৫ নভেম্বর, ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ১৩০৬


নিজস্ব প্রতিবেদক:  নভেম্বর ৩, ২০২৪, ০৭:১১ পিএম
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৪ জনের, হাসপাতালে ১৩০৬

ঢাকা : দেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪ জন মারা গেছেন। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩০৬ জন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৩১৪ জন মারা গেছেন।

রোববার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৬৪ হাজার ৪৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩১৪ জনের। গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।

এমটিআই

Wordbridge School
Link copied!