রংপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করায় রংপুর মেডিকেল কলেজের (রমেক) নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর ডা. মাহফুজার রহমানকে ওএসডি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মঙ্গলবার (৫ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব নুর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. মাহফুজার রহমানকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে পদায়ন করার কথা জানানো হয় । সেইসাথে একই প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজের শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শরিফুল ইসলামকে রমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ করা হয়।
উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা চিঠিতে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। সেইসাথে উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়। পরের দিন বুধবার নতুন অধ্যক্ষের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
অধ্যক্ষ ডাক্তার মাহফুজার রহমানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান, শহীদ আবু সাইদের পোস্টমর্টেম রিপোর্ট পরিবর্তনের অপচেষ্টা করা, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের পৃষ্ঠপোষকতাসহ স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর সদস্য হওয়ার অভিযোগ করেন পদত্যাগ দাবী করা আন্দোলনকারীরা।
এসএস