• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু  


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২০, ২০২৪, ০৯:৪৩ পিএম
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু  

ঢাকা: দেশে গত একদিনে আরও একজনের মৃত্যু। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৯৯ হাজার ৮৮৮ জন হল। আর মৃত্যু হয়েছে ৫৫৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৫ জন, ঢাকা বিভাগে ২৬ জন, ময়মনসিংহে তিন জন, চট্টগ্রামে সাত জন, খুলনায় দুইজন, রাজশাহীতে আট জন, রংপুর বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজন ভর্তি হয়েছেন।

গত একদিনে যিনি মারা গেছেন তিনি চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৮ হাজার ৯৯ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ২৩১ জন।

তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ৪৪৮ জন; আর ৭৮৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৯ হাজার ৯৭০ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯ হাজার ৯১৮ জন।

ডিসেম্বরের ২০ দিনে ডেঙ্গু আক্রান্ত ৮ হাজার ৪১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন আর মৃত্যু হয়েছে ৭০ জনের। এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। এক মাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বরে, ১৭৩ জন। নভেম্বরে ২৯ হাজার ৬৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এআর

Wordbridge School
Link copied!