• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০

বিদায়ী বছরে ডেঙ্গু কেড়েছে ৫৭৫ জনের প্রাণ


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ৩১, ২০২৪, ০৯:১৩ পিএম
বিদায়ী বছরে ডেঙ্গু কেড়েছে ৫৭৫ জনের প্রাণ

ঢাকা: ২০২৪ সালের শেষ দিনে ডেঙ্গুতে দুজনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ২৪ ঘণ্টায় মৃত দুজনসহ এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে সারা দেশে এক লাখ এক হাজার ২১৪ ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে এক লাখ ৪০ জন রোগী। মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

গত ২৪ ঘণ্টায় সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৪ জন রোগী। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে এক লাখ এক হাজার ২১৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দুজনের ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের কোনো হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ১৩৮ ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত সুস্থ হয়ে এক লাখ ৪০ জন ছাড়পত্র পেয়েছে।

আইএ

Wordbridge School
Link copied!