• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু


নিজস্ব প্রতিবেদক:  জানুয়ারি ১৪, ২০২৫, ০৯:০১ পিএম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

ঢাকা: এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৩১ জন ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১৬ জন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। 

এর বাইরে (সিটি করপোরেশন বাদে) বরিশাল বিভাগে ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৪ জন এবং খুলনা ও রাজশাহী বিভাগে দুইজন করে রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরে প্রথম ১৪ দিনে ৭০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সাতজন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ছয়জনই পুরুষ।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মারা যান ৫৭৫ জন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি ছিল।

আইএ

Wordbridge School
Link copied!