Menu
ছবি : প্রতিনিধি
ঢাকা: হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের মরহুম চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এর বিদেহি আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরস্থ হামদর্দ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ স্মরণসভা।
এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন।
ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান জাতীয় অধ্যাপক, ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। অন্যান্যের মধ্যে বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ এর স্মৃতিচারণ করেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ওয়াক্ফ প্রশাসক মো.ফখরুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে ড. মুহাম্মদ আব্দুল মজিদ, অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ এবং আবুল হোসেন খন্দকার। বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ এর পরিবারের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মরহুমের বড় ছেলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্যরা পরিবারের কাছে শোক স্মারক তুলে দেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শায়খ শাহ ওয়ালী উল্লাহ। উপস্থাপনা করেন হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।
এসআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT