Menu
ঢাকা: সাত দিন পর ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এইডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ গেল ১৬ জনের।
এর আগে গত ৫ এপ্রিল ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিদের মধ্যে একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, সবশেষ মারা যাওয়া দুজন ব্যক্তি বরিশাল বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সবশেষ গত একদিনে মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ জন। এতে ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হল ২০৭৪ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০২ জন রোগী। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২৯ জন; ৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।
শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় সাতজন, ঢাকা বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন। বাকি বিভাগগুলোতে এসময়ে কোনো রোগী ভর্তি হয়নি।
বাংলাদেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক লাখ এক হাজার ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। তাদের মধ্যে মৃত্যু হয় ৫৭৫ জনের।
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
এআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT