• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফ্রান্সে গির্জার সামনে যাজককে গুলি


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১, ২০২০, ০৯:৪৫ এএম
ফ্রান্সে গির্জার সামনে যাজককে গুলি

ঢাকা : ফ্রান্সের লিও শহরের একটি গির্জায় সামনে যাজককে গুলি করেছে এক বন্দুকধারী যুবক।

শনিবার (৩১ অক্টোবর)স্থানীয় সময় শনিবার বিকাল ৪টার দিকে গির্জা বন্ধ করে বাসায় ফেরার সময় তার ওপর একাধিকবার গুলি চালায় ওই যুবক। বন্দুকধারীকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। খবর এবিসি নিউজের।

পুলিশ জানিয়েছে, শট গান থেকে দুটি গুলি করে পালিয়েছে সেই যুবক। আশঙ্কাজনক অবস্থায় ওই যাজককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে তিনি মৃত্যুর সঙ্গে লড়ছেন।

উপাসনা শেষে শনিবার গির্জা থেকে বের হচ্ছিলেন সেই যাজক। তখনই ওই যুবক তার উপর হামলা চালায়। হামলাকারীর খোঁজে গোটা শহরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছিলেন, গোটা দেশে যেসব জায়গায় ভিড় বেশি সেখানে সেনা মোতায়েন করা হবে।

বর্তমানে দেশটির উপাসনালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নিরাপত্তা জোরদার করা হলেও কীভাবে এমন হামলা হল, তার উত্তর নেই পুলিশের কাছে।

সোনালীনিউজ/এএস
 

Wordbridge School
Link copied!