• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মন্ত্রীসভায় ভারতীয় বংশোদ্ভূত


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৩, ২০২০, ১২:০৩ পিএম
প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মন্ত্রীসভায় ভারতীয় বংশোদ্ভূত

ঢাকা: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের মন্ত্রীসভায় এবার যুক্ত হলেন এক ভারতীয়৷ দেশটির যুবকল্যাণ ও জনজাতি উন্নয়ন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন।  

দু’সপ্তাহ আগেই বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয়বারের জন্য নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী পদে বসেছেন জেসিন্ডা আর্ডেন। আর তারপর গতকাল সোমবার নিজের মন্ত্রিসভায় ভারতীয় বংশোদ্ভূত এক মহিলাকে জায়গা করে দিয়ে নতুন নজির সৃষ্টি করলেন তিনি। তাঁর এই সিদ্ধান্তের ফলে নিউজিল্যান্ডের ইতিহাসে এই প্রথম কোনও ভারতীয় মন্ত্রী হলেন।

নিউজিল্যান্ড লেবার পার্টির একজন জনপ্রিয় মুখ প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন৷ ২০০৬ সাল থেকে নিউজিল্যান্ড লেবার পার্টির সদস্য হন তিনি। ২০১৭ সালে সাংসদ হিসেবে নির্বাচিত হন প্রিয়াঙ্কা ৷ আর এবার চলে এলেন আর্ডেনের মন্ত্রীসভায় ৷

৪১ বছরের প্রিয়াঙ্কার জন্ম ভারতের চেন্নাইয়ে ৷ তবে তার পরিবার থাকে কেরালায়৷ প্রিয়াংকার পড়াশোনা ও বেড়ে ওঠা সিঙ্গাপুরে ৷ স্নাতকোত্তর ডিগ্রি নিতে তিনি নিউজিল্যান্ডে যান ৷ সেখানে সক্রিয় রাজনীতিতেও ঢুকে পড়েন ৷ বেশ অনেক বছরই হল নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের স্থায়ী বাসিন্দা তিনি ৷ প্রিয়াঙ্কার স্বামী রিচার্ডসন নিউজিল্যান্ডেরই নাগরিক ৷ তিনি একটি আইটি ফার্মে কর্মরত ৷ এবং বর্তমানে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কার দল লেবার পার্টিতেই ৷

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!