ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজের আরেকটি চমৎকার বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হওয়ার আগে পুনর্নির্বাচনের প্রচারে শেষ মুহূর্তে এসে মঙ্গলবার (৩ নভেম্বর) তিনি এমন মন্তব্য করেন। চরম উত্তেজনা নিয়ে শুরু হলো বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের সরকার উৎকণ্ঠার সঙ্গে পর্যবেক্ষণ করছেন ভোটের এই লড়াই।
এদিকে যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের মতো রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন নাকি তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সে আসনে অধিষ্ঠিত হবেন- এই লড়াইয়ের শেষ দেখতে সর সইছে না বিশ্ববাসীর।
তবে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোট গ্রহণের কয়েকটা ঘণ্টা আগে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন, একটি সুন্দরের বিজয় পেতে যাচ্ছেন তিনি।
মিশিগানে গ্র্যান্ড র্যাপিডসে বিপুল সমর্থকের করতালিতে নির্বাচনী প্রচারণা শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘আমরা আরেকটি সুন্দর বিজয় পেতে যাচ্ছি।’
২০১৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন নিয়ে যখন দুশ্চিন্তায় ছিলেন ট্রাম্প, সেবারও ঠিক এই জায়গায় তার শেষ প্রচারণা চালিয়েছিলেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা আরেকবার ইতিহাস গড়তে যাচ্ছি।’
এদিকে, নিউ হ্যাম্পশায়ারের একটি গ্রামের মানুষের ভোট প্রদানের মধ্যে দিয়ে নির্বাচন শুরু হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় প্রথম প্রহরে ভোট প্রদান করেন ডিক্সভিলে নচ গ্রামের মানুষজন। কয়েক মিনিটের মধ্যে ভোটগুলো গণনাও করা হয়েছে। পাঁচটি ভোটের সবগুলো পেয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। একটি ভোটও পাননি ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে থাকা ডোনাল্ড ট্রাম্প।
তবে এ কেন্দ্রের ফলের সঙ্গে সব সময় রাজ্যে কারা সবচেয়ে বেশি ইলেক্টোরাল ভোট পেতে যাচ্ছে কিংবা কে হতে যাচ্ছেন পরবর্তী প্রেসিডেন্ট, তার আভাস পাওয়া যায় না। ২০১৬ সালের নির্বাচনে এ কেন্দ্রে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন জিতেও প্রেসিডেন্ট হতে পারেননি। সবার আগে ভোট হওয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ছোট্ট গ্রামীণ শহরটি কানাডার সীমান্ত ঘেঁষা। এখানকার বাসিন্দারা ‘ঐতিহ্যগতভাবে’ ১৯৬০ সাল থেকে প্রেসিডেন্ট নির্বাচনে সবার আগে ভোট দিয়ে আসছেন।
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :