• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

জাতির উদ্দেশ্যে রাতে ভাষণ দেবেন ট্রাম্প


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ৪, ২০২০, ০৯:৫৫ এএম
জাতির উদ্দেশ্যে রাতে ভাষণ দেবেন ট্রাম্প

ঢাকা: জাতির কাছে সামর্থ্য আর নিজের বক্তব্য তুলে ধরতে রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণা শিবিরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিবিএস নিউজকে এই তথ্য জানিয়েছেন। সিবিএস যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী নেটওয়ার্ক।

ওই কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতে ভাষণ দেবেন। তখন যদি বিজয় ঘোষণা নাও হয়, তবুও তার নিজের বক্তব্য তুলে ধরতে হবে। হোয়াইট হাউজের ইস্ট রুম থেকে ডোনাল্ড ট্রাম্প এই ভাষণ দেবেন।

বেশ কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা জানিয়েছেন যে, ডেমোক্র্যাটরা ‘লাল মরীচিকা’ নামে যে কথাবার্তা বলছে, তাতে ট্রাম্প শিবিরে একপ্রকার হতাশার তৈরি হয়েছে। ডেমোক্র্যাটরা বলছে, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের যে পূর্বাভাস দেয়া হয়েছে, সেটি ঠিক নয়। কারণ সেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা করা হলে ফলাফল ডেমোক্র্যাটদের দিকেই যাবে। লাল হচ্ছে রিপাবলিকানদের প্রতীকী রঙ।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!