• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখেরও বেশি শিশু করোনায় আক্রান্ত


নিউজ ডেস্ক নভেম্বর ৪, ২০২০, ১১:৪৪ এএম
যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখেরও বেশি শিশু করোনায় আক্রান্ত

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে সাড়ে ৮ লাখেরও বেশি শিশু করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। গত ২২ থেকে ২৯ অক্টোবরের মধ্যেই ৬১ হাজার ৪৪৭ শিশুর করোনা শনাক্ত হয়েছে, যা মহামারি শুরুর পর থেকে সর্বোচ্চ।

অক্টোবরে ২ লাখ শিশুর করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত দেশটিতে ৮ লাখ ৫৩ হাজার ৬৩৫টি শিশু করোনায় আক্রান্ত হয়েছে, যা মোট আক্রান্তের ১১.১ শতাংশ। প্রতি এক লাখ শিশুতে ১১৩৪ জন করোনায় আক্রান্ত।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই।

বুধবার সকাল পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত ৯৩ লাখ ৭৯ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে এবং ২ লাখ ৩২ হাজার ৫৫৩ জন মৃত্যুবরণ করেছেন। যুক্তরাষ্ট্রে ৩৭ লাখ ৫ হাজার ১৩০ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। তথ্য-ইউএনবি

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!