• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন বাইডেন-কমলা


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ৮, ২০২০, ১০:৫৩ এএম
বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন বাইডেন-কমলা

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। টুইট করে নেতারা অভিনন্দন বার্তা দিচ্ছেন। বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট স্পর্শ করার পরই অভিনন্দন জানিয়েছে জার্মানি, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ফ্রান্স।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস টুইটারে বলেছেন, অবশেষে ভালো খবর। শেষ পর্যন্ত ভালো কিছু সংখ্যার খবর পেলাম। যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি আমরা। আমরা নতুন একটি চুক্তি, একটি নতুন ট্রান্স আটলান্টিক চুক্তি শুরুতে সহযোগিতা চাই।

প্যারিসের মেয়র অ্যানে হিলগো টুইটে লিখেছেন, ওয়েলকাম ব্যাক আমেরিকা! নির্বাচনে জেতার জন্য জো বাইডেন ও কমালা হ্যারিসকে অভিনন্দন! আমরা যখন প্যারিস (জলবায়ু) চুক্তির ৫ম বার্ষিকী উদযাপন করব, তখন এ বিজয় আমাদের কাছে একত্রিতভাবে কাজ করার, একত্রিত হওয়ার এক প্রতীক হিসেবে কাজ করবে, বিশেষ করে জলবায়ু বিষয়ে জরুরি দৃষ্টিভঙ্গির জন্য।

দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ইমারসন মনাঙ্গাগওয়া। টুইটে তিনি লিখেছেন, সব জিম্বাবুয়েনের পক্ষ থেকে নির্বাচনে বিজয়ের জন্য জো বাইডেনকে একটি বিশাল অভিনন্দন। যুক্তরাষ্ট্রের মানুষের জন্য নেতৃত্বে প্রতিটি স্তরে আপনি সফল হোন এমনটা প্রত্যাশা জিম্বাবুয়ের। আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য আপনার সঙ্গে কাজ করতে চাই।

আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন টুইটে বলেছেন, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে অভিনন্দন। পুরোটা জীবন তিনি এই জাতির একজন সত্যিকার বন্ধু। সামনের দিনগুলোতে তার সঙ্গে কাজ করতে চাই। অভিনন্দন জানিয়েছেন তার পররাষ্ট্রমন্ত্রী সিমন কোভেনিও।

এ ছাড়া বাইডেন-কমলা অভিনন্দনে সিক্ত হয়েছেন ব্রিটেন, নরওয়ে, বেলজিয়াম, পর্তুগালসহ বিভিন্ন দেশের সরকারপ্রধানের টুইট বার্তায়।

এর আগে টানা চার দিনের অপেক্ষা ও নানা ধরনের নাটকীয়তা শেষে জানা গেল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন জো বাইডেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। গণনা জটিলতা শেষে পাওয়া এ ফলে বিজয়ে উল্লাসে মাতেন ডেমোক্র্যাট সমর্থকরা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!