• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

অবশেষে বাইডেনকে জয়ী মানলেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক নভেম্বর ১৬, ২০২০, ১০:৫৬ এএম
অবশেষে বাইডেনকে জয়ী মানলেন ট্রাম্প

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজের হারের পেছনে গোপন ষড়যন্ত্র কাজ করেছে দাবি করে প্রথমবারের মতো ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেনকে জয়ী বলে অভিহিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। রোববার সকালে এক টুইটার বার্তায় ট্রাম্প লেখেন, সে (বাইডেন) শুধুমাত্র মিডিয়ার ভুয়া খবরেই জিতেছে। আমি কিছুই মানি না! আমাদের অনেকদূর যেতে হবে। এটি কারচুপির নির্বাচন!

নির্বাচনে কারচুপি হয়েছে ট্রাম্পের এমন দাবির সমর্থনে শনিবার ওয়াশিংটনে বিক্ষোভ করেছে তার সমর্থকরা। এসময় তাদের সঙ্গে ট্রাম্পবিরোধিদের সংঘর্ষ হওয়ার খবর জানিয়েছে কয়েকটি গণমাধ্যম।

নির্বাচনে ষড়যন্ত্র ও কারচুপি হয়েছে এমন অভিযোগে এখনো টুইটারে একের পর এক পোস্ট করে যাচ্ছেন ট্রাম্প।

৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের চার দিন পর ডেমোক্র্যাটিক পার্টির বাইডেন ২৭০টি ইলেকটোরাল কলেজ নিশ্চিত করার পর যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম তাকে জয়ী ঘোষণা করে।

অন্যদিকে নির্বাচনে দেশজুড়ে ব্যাপক কারচুপির অভিযোগ এনে ফল প্রত্যাখ্যান করেন ট্রাম্প। আইনি লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি। তবে বৃহস্পতিবার দেশটির ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সাইবারসিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির (সিআইএসএ) এক শীর্ষ কর্মকর্তা ও বেশ কয়েকজন নির্বাচন কর্মকর্তা এক বিবৃতি দেন।

এতে তারা ৩ নভেম্বরের নির্বাচনকে ‘আমেরিকার ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু’ বলে দাবি করেন। এছাড়া ভোটে কারচুপির অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাননি বলেও জানান তারা।

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!