• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেনের উপদেষ্টারা


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ১৬, ২০২০, ০১:৩৫ পিএম
ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বাইডেনের উপদেষ্টারা

ঢাকা: ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া স্থবির থাকায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের বৈজ্ঞানিক উপদেষ্টারা আগামী দিনগুলোতে ভ্যাকসিন প্রস্তুতকারকদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সরকারের শীর্ষ এক সংক্রামক রোগ বিশেষজ্ঞ জানান, চলমান জনস্বাস্থ্য সংকটের সময়ে ক্ষমতা হস্তান্তর নিয়ে এ বিলম্ব অনেক সমস্যার।

জাতীয় অ্যালার্জি এবং সংক্রামক রোগ ইনস্টিটিউটের প্রধান ডা. অ্যান্টনি ফৌসি বলেন, ‘অবশ্যই ভালো হবে যদি আমরা শিগগিরই তাদের সাথে কাজ শুরু করতে পারি।’

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি সম্ভবত সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে। এমন অবস্থায় নবনির্বাচিত প্রেসিডেন্ট ভ্যাকসিন প্রস্তুতকারীদের কাছে যেতে চাচ্ছেন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, নতুন রোগী শনাক্তের ক্ষেত্রে গত সাত দিনের গড় শনিবার দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৪০০ জনে। অর্থাৎ যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে প্রায় ১০ লাখ নতুন রোগী শনাক্ত হয়েছে এবং শনিবার পর্যন্ত দিনে গড়ে মৃত্যু হয়েছে ৮২০ জনের, মাত্র দুই সপ্তাহের মধ্যে যা বৃদ্ধি পেয়েছে ৩৩ শতাংশ।

ফাইজার ও অন্যান্য ওষুধ সংস্থার বরাত দিয়ে বাইডেনের চিফ অব স্টাফ রন ক্লেইন বলেন, ‘আমরা চলতি সপ্তাহেই এসব আলোচনা শুরু করব।’

এদিকে, করোনাভাইরাসে বিশ্বব্যাপী সোমবার পর্যন্ত নিশ্চিত আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে এবং মোট মারা গেছেন ১৩ লাখ ১৬ হাজার ৫০২ জন।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন পাঁচ কোটি ৪৩ লাখ ২৬ হাজার ২১১ জন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে এখন পর্যন্ত দুই লাখ ৪৬ হাজার ২০৬ জন মারা গেছেন এবং আক্রান্তের সংখ্যা রবিবার এক কোটি ১০ লাখের মাইলফলক অতিক্রম করেছে।

যুক্তরাষ্ট্র এক কোটি কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা অতিক্রম করে ৮ নভেম্বর। দেশটিতে গত ১১ দিন ধরে টানা প্রতিদিন এক লাখের বেশি রোগী শনাক্ত হচ্ছে। তথ্য-ইউএনবি

সোনালীনিউজ/এমএইচ

Wordbridge School
Link copied!